“তারুণ্যের উৎসব-২০২৫”: আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার মৌলভীবাজারে অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
আইএফআইসি ব্যাংক পিএলসি, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দেশের তরুণদের আর্থিক জ্ঞান বাড়াতে “আর্থিক সাক্ষরতা কর্মসূচি” এর অংশ হিসেবে “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. আবু ইউসুফ মোঃ সেরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান পার্থ প্রতিম চক্রবর্তী, ও রসায়ন বিভাগের প্রধান বনশ্রী চন্দা।
সেমিনারের সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসি, মৌলভীবাজার জেলা শাখার শাখা ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের অফিসার জান্নাতুল ফেরদোস মুক্তা।
সেমিনারে বক্তারা তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও আর্থিকভাবে সুসংগঠিত হতে আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ব্যাংকের বিভিন্ন আধুনিক সুবিধা, ডিজিটাল ব্যাংকিং, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, তরুণদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করা এবং তাদের মধ্যে ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি মৌলভীবাজার জেলা শাখার অফিসার (মার্কেটিং অ্যান্ড সেলস) মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, অফিসার (এলপিএম) মোঃ ইমরান হোসেন, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বহু শিক্ষার্থী।





