দেশকে ফ্যাসিবাদ স্বৈরাচার আর একনায়কতন্ত্র থেকে বাঁচানোর একমাত্র উপায় পিআর: এহসানুল মাহবুব জুবায়ের
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনায় জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবিতে জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ যারা তৈরী করেছে, যারা সহযোগীতা করেছে সেই ১৪দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষনা করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফের আর কোন নব্য ফ্যাসিবাদ জন্ম নিতে পারবে না। নতুন পদ্ধতিতে নির্বাচন হলে মানুষের প্রতিটি ভোট গুরুত্ব পাবে। যারা নির্বাচনে সেন্টার দখল করার চিন্তা করে তারাই পিআর পদ্ধতি চায়না। জুলাই সনদের ভিত্তির জন্য প্রয়োজনে গণভোট দিতে হবে।
জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলী’র পরিচালনায় ও জেলা আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী’র সভাপতিত্বে সাবেশে আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুর রব, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম ও সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির।
সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। চৌমুহনা থেকে মিছিল শুরু হয়ে কোর্ট রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সমাপ্ত হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।