চিকিৎসকদের অতিরিক্ত ভিজিট ফি ও সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়নে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫, ৮:৫৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান নিশ্চিতকরণ ও প্রাইভেট চিকিৎসকদের অতিরিক্ত ভিজিট ফি নেওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন মৌলভীবাজারবাসী। মানববন্ধনে শিশু কিশোরসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সাধারণ সম্পাদক জহর লাল দত্তের সভাপতিত্বের ও সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, রিসালা সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা, সঙ্গীত শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল, তালামীযে ইসলামীয়া ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাফিয ইমু, সদর উপজেলা তালামীয সভাপতি রাজন আহমদ, ইটা ইসলামি সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের কোষাধ্যক্ষ সুবিনয় রায় শুভ প্রমুখ।
বক্তারা এসময় বলেন, মৌলভীবাজারে চিকিৎসকরা আগে ৪শ’ থেকে ৫শ’ ভিজিট ফি নিতেন। এখন তা বাড়িয়ে ৭শ’ টাকা থেকে ৮শ’ টাকা করে নিচ্ছেন। যা সম্পূর্ণ অমানবিক ও অনিয়মতান্ত্রিক। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। টাকার অভাবে নিতে পারছেন না সঠিক চিকিৎসা। এছাড়া সরকারি হাসপাতালে পেটে ব্যথা আর গায়ে ব্যথার ঔষদ ছাড়া আর কিছু পাওয়া যায় না।
বক্তারা এর তীব্র নিন্দা জানিয়ে নিয়মানুয়ায়ী ভিজিট নেয়ার দাবি জানান এবং চিকিৎসা পেশাকে মানবিক ও সেবামূলক মনোবৃত্তি নিয়ে করার আহবান জানান।