গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী আসিফ রহমান রিপন এর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ হামলায় যুক্তরাজ্য প্রবাসী আসিফ রহমান রিপন এর বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
২৫ এপ্রিল রাতে গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, যুক্তরাজ্য প্রবাসী আসিফ রহমান রিপন দেশে থাকাকালিন সময়ে ছাত্রলীগ ও আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্রলীগ ও আওয়ামীলীগের রাজনীতি করায় দেশে থাকাকালিন সময়ে বিভিন্ন হামলা স্বীকার হন। পরবর্তীতে ২০২৩ সালে তার স্ত্রীর কাছে যুক্তরাজ্যে চলে যান। ৫ আগষ্ট আওয়ামীলীগ ক্ষমতাচুত্য হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামীলীগ সহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপর বিভিন্ন নির্যাতন চলছে। এমতাবস্থায় আসিফ রহমান রিপন যুক্তরাজ্যে অবস্থান করে তিনি অন্তর্ববর্তীকালীন সরকার, বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবির নেতাকর্মীদের চলমান নির্যাতন, অনিয়ম, সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি সহ নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান। এ আন্দোলন ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উত্তেজিত হয়। এক পর্যায়ে তারা নেতাকর্মী নিয়ে রিপন এর বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে। এ বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী আসিফ রহমান রিপন এর মাতা শাহানা পরভীন বলেন, বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কোনো কারণ ছাড়াই হুট করে এসে আমার ঘরে হামলা চালায়। এ সময় তারা আসবাবপত্র ও ঘরের মালামাল ভাঙচুর করে। আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমার ছেলে আসিফ রহমান রিপন ও তার বাবা মুহিবুর রহমান’কে খোঁজে। তাদেরকে না পেয়ে বলে যায়, যেখানেই তাদেরকে পাবে সেখানেই মারধর করবে। এ হামলার পর থেকে আমরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছি।