শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার::
শ্রীমঙ্গল সরকারি কলেজের ২ দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন হয়েছে।
গত ৭ মে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম মোখলেছুর রহমান।
উচ্চ মাধ্যমিক এবং সম্মান/ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা দুটি গ্রুপে মোট ১৬টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। আবৃত্তি, গান, বক্তৃতা, নৃত্য, অভিনয় ও বিতর্কসহ অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের তুমুল প্রতিযোগিতা অনুষ্ঠানটি উপভোগ্য। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শিল্প-সাহিত্যচর্চায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলে জানান কলেজের বাংলা বিষয়ের প্রভাষক এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম।
কমিটিতে অন্যান্যের মধ্যে ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর মো. মুজিবুর রহমান, সদস্য মোহাম্মদ মনকিউল হাসনাত, সদস্য বিজন চন্দ্র দেব নাথ, সদস্য নীলমণি চন্দ্র দেব প্রমুখ।






