ইয়া রাসূল রাসূল বলে || সালাহ্ উদ্দিন ইবনে শিহাব
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
নাতে রাসূল (সা.)
যতদূর রওজা তোমার ততোটা কাছেই থাকি
ইয়া রাসূল রাসূল বলে মন করে ডাকাডাকি।।
তোমার প্রেমে যদি পোড়ে এই বুক
জ্বলে জ্বলে হয়রে চিতা
আগুনেই যদি মন হয়রে খাঁটি
চাই না কিছু আর সবই যে বৃথা।।
হঠাৎ স্বপনে যদি হয়রে মিলন
আমার খুশি আর কোথায় রাখি।
বিরহ শেষে যদি আসে সেই ক্ষণ
বাজে সেই মোহন বাঁশি
আমি চেয়ে চেয়ে পুরোটা প্রহর
দেখবো সে চাঁদের হাসি।।
আর নূরানি কদম ছোঁয়ে তাঁর
জলে ভরে উঠবে আঁখি।
আকাশে চাঁদ আসে সরে যায় আঁধার
মেঘের দুপুরে রোদ করে কতো খেলা
মনাকাশ ভিজে যায় কান্নারা লুকিয়ে
জলদানা হয়ে ঝরে মিঠায় জ্বালা।।
আর দিলভরে দুরুদের জমিয়ে আসন
নবী নবী বলে মন হয়রে পাখি।